সোনারগাঁয়ে চাঁদাবাজদের দাবীকৃত ৫০ লাখ টাকা না পেয়ে বাড়ি ভাংচুর ও লুটপাট
অনলাইন সোনারগাঁ.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবি করা চাঁদা না পেয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৭ মে) রাত ৮ টার দিকে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা গ্রামের মৃত্যু নাসির উদ্দিন মেম্বারের বাড়িতে এই হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে হামলাকারীরা দীর্ঘদিন ধরে মৃত্যু নাসির উদ্দিন মেম্বারের স্ত্রী বাদী রেশমা বেগম ও তার ছেলে মোঃ রাসেল উদ্দিনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
দাবীকৃত ৫০ লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মৃত্যু নাসির উদ্দিন মেম্বারের বাড়ির গেটের তালা ভেঙে দারোয়ান আঃ রহমানকে মারধর করে ঘরে প্রবেশ করে ব্যাপক ভাংচুরের মাধ্যমে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
এছাড়া হামলাকারী সন্ত্রাসীরা রেশমা বেগমের বসত ঘরে থাকা ৬টি এয়ার কন্ডিশন, ২টি ফ্রিজ, নগদ পাঁচ লক্ষ টাকা এবং প্রায় ৪৫ ভরি স্বর্ণালংলকার লুটপাট করে নিয়া যায়।
এঘটনায়, পরদিন বৃহস্পতিবার মৃত্যু নাসির উদ্দিনের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে উপজেলার চর হোগলা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল মোতালেব মেম্বার (৬৫), আব্দুল মোতালেব মেম্বারের ছেলে শাহাদাৎ (৩৫), নুর উদ্দিনের ছেলে শামীম (৩৫), জাকিরের ছেলে জাহিদ (২০), হোসেন আলীর ছেলে জসিম (৩৫), নুরুল হকের ছেলে পলাশ (২৮), নুরুলের ছেলে নাহিদ (৩২), মোস্তফার ছেলে সাব্বির (২০), বাদশার ছেলে রাকিব (২২), আহাম্মদের ছেলে হিমেল (৩৪), মধ্য চর হোগলা গ্রামের মৃত্যু শাহজালালের ছেলে ফারুক (৩০), রহমত গাজীর ছেলে বাবু গাজী (৩০, জালালের ছেলে শহীদ (৩২), মৃত্যু শাহ্ জালালের ছেলে মাসুদ (২৫), ও রহমত উল্লাহ, চর কিশোরগঞ্জ গ্রামের আমান মুন্সীর ছেলে রিমন (২৮), মৃত্যু সাত্তার মুন্সীর ছেলে আসাদুল্লাহ (৩০), খবির গাজীর ছেলে সাগর গাজী (২২), হামিক আলীর ছেলে হৃদয় মিয়া (২০), নাহিদ (২১), মোক্তার মাদবরের ছেলে আর মিরাজ (২১), আল মামুন, নুরু মিয়ার ছেলে রোমান (২২), সিরাজুন মিয়ার ছেলে মোঃ বায়েজিদ (২২), মোক্তার হোসেনের ছেলে উমায়ের হাসান (২১), মৃত্যু আঃ সাত্তার গাজী ছেলে আসাদুল্লাহ গাজী, হাবিবুল্লাহর ছেলে আলামিন (২৫), ছগিরের ছেলে খোকন (৩২), নুর ইসলামের ছেলে মাহিন, আসলাম ফকিরের ছেলে খলিলের নাম উল্লেখ করে আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হামলা ভাংচুর ও লুটপাটকারী চাঁদাবাজরা তাহাদের দাবীকৃত চাঁদার ৫০ লাখ টাকা পরিশোধ না করিলে রেশমা বেগম ও তার ছেলে মোঃ রাসেল উদ্দিনকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে।
এব্যাপারে জানতে চাইলে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন বলেন, বাড়ি ভাংচুর ও লুটপাটের একটি অভিযোগ পেয়েছি। গুরুত্বসহকারে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।